আর্কাইভ
লগইন
হোম
এবার জায়েদ খানের প্রশ্নের মুখোমুখি হলেন মোনালিসা
এবার জায়েদ খানের প্রশ্নের মুখোমুখি হলেন মোনালিসা
দ্য নিউজ ডেস্ক
August 02, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
মার্কিন শুল্কনীতি: ব্রাজিলে ভুয়া ডলার পুড়িয়ে প্রতিবাদ
মার্কিন শুল্কনীতি: ব্রাজিলে ভুয়া ডলার পুড়িয়ে প্রতিবাদ
1 ঘন্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ব্রাজিল। দেশটির সাও পাওলোতে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে শত শত মানুষ ভুয়া মার্কিন ডলার পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। ব্রাজিলের বহু প্রধান রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যা এখন পর্যন্ত ঘোষিত সর্বোচ্চ শুল্ক হার। কমলার রসের মতো কিছু পণ্যে ছাড় থাকলেও বাকি অনেক গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য এই শুল্কের আওতায় পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সাবেক ডানপন্থী ব্রাজিলীয় প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক সখ্যতা এই কঠোর পদক্ষেপের নেপথ্যে থাকতে পারে।
 মৌসুমীর ‘দেশটা তোমার বাপের নাকি’ এবারে ‘এ যুদ্ধ কবে হবে শেষ’
মৌসুমীর ‘দেশটা তোমার বাপের নাকি’ এবারে ‘এ যুদ্ধ কবে হবে শেষ’
3 ঘন্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংগীতশিল্পী মৌসুমী চৌধুরীর গাওয়া গান— ‘দেশটা তোমার বাপের নাকি’ সেই সময় প্রেরণা জুগিয়েছিল। ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সেই গান গাওয়া নিয়ে দুঃসময়ের কথা তুলে ধরেন এ সংগীতশিল্পী। মৌসুমী চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কথা বলতে পারিনি। আমাদের কোনো বাক্স্বাধীনতা ছিল না। ফলে অনেক কিছু আমাদের সহ্য করতে হয়েছে। তিনি বলেন, এখন মনে হচ্ছে, বাক্স্বাধীনতা পেয়েও পাইনি। এখন হয়তো স্বাধীনভাবে কথা বলতে পারছি, মুখটা আটকে ধরছে না কেউ, তবু আমরা স্বাধীন নই। আমরা অন্যায়ের প্রতিবাদ করেই যাচ্ছি। ‘দেশটা তোমার বাপের নাকি’—এ গানটির গল্প জানতে চাওয়া হলে মৌসুমী চৌধুরী বলেন, ১৬-১৭ বছর থেকেই আন্দোলন হচ্ছে। আমি ২০২২ সালে বিএনপির মহাসমাবেশ থেকে আন্দোলনে শামিল হয়েছি। গানটা রেকর্ড করা হয়েছিল ২০২৩ সালে। গানটি লিখেছেন আমার গুরু ইথুন বাবু।