আর্কাইভ
লগইন
হোম
জনপ্রিয়
এবার ভোলার চরফ্যাশনে হানিফ সংকেতের ‘ইত্যাদি’
বিগত সেই ৯০ দশক থেকেই শেকড়ের সন্ধানে ‘ইত্যাদি’ স্টুডিও’র চার দেয়াল থেকে বের হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তুলে ধরছে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, আকর্ষণীয় পর্যটন কেন্দ্রসহ জনগুরুত্বপূর্ণ স্থান। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে মেঘনা-তেঁতুলিয়া নদী বিধৌত দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী পরিকল্পিত জনপদ চরফ্যাশনে। মঞ্চ নির্মাণ করা হয়েছিল বৃটিশ আমলে তৈরি প্রায় শত বছর প্রাচীন ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে। ইত্যাদি’র ধারণ উপলক্ষ্যে পুরো ভোলা জুড়েই ছিল উৎসবের আমেজ। এদের মধ্যে কেউ কেউ ‘ইত্যাদি’ ও এর কর্ণধার হানিফ সংকেতকে ভোলা জেলায় স্বাগত জানিয়ে বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়েও অনুষ্ঠানস্থলে আসেন। আমন্ত্রিত দর্শক ছাড়াও অনুষ্ঠানস্থলের বাইরে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ উপস্থিত হন তাদের অনুষ্ঠান দেখার জন্য।
3 দিন আগে
প্রেম করছেন ‘মা’ ধারাবাহিকের সেই ছোট্ট ঝিলিক!
প্রেম করছেন ‘মা’ ধারাবাহিকের সেই ছোট্ট ঝিলিক!
2025-08-04
স্টার জলসার জনপ্রিয় ‘মা’ ধারাবাহিকের ঝিলিক খ্যাত তিথি বসু প্রেম করছেন। এই খবর অবশ্য বেশ কয়েকমাস আগেই প্রকাশ্যে এসেছিল। আসলে তিনি নিজেই কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন। এই অভিনয় শিল্পী গত মার্চে মানালী সফরে গিয়েছিলেন। সেখানেই তিনি খোঁজ দিয়েছিলেন মনের মানুষের। তবে সেখানে অবশ্য তার পরিচয় সামনে আনেননি। এবার অবশেষে প্রেম প্রসঙ্গে কথা বললেন নায়িকা। সেই সফর থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন তিথি। সেখানেই সাদা কালো ছবিগুলোতে দেখা যাচ্ছিল তিনি একা নয়, তার সঙ্গে আছেন আরও একজন। তিনি তার প্রেমিক। যদিও তিথি বা তার প্রেমিক কারও মুখ দেখা যায়নি তখন। ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন, আমি ওর, আর ও আমার। শেষ পর্যন্ত শুধু আমি আর সে।