তামিম ঈদের আগেই বাসায় ফিরবেন
আপাতত কেটে গেছে বড় ক্ষতির শঙ্কা। তামিম ইকবাল কথা বলছেন, হাঁটাচলাও করছেন। সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকায় আনা হয়েছে তামিমকে। তার চিকিৎসা চলছে এভারকেয়ার হাসপাতালে। জানা গেছে, তামিমকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হবে। এরমাঝে আরেকটি সুখবর, ২-৩ দিনের মধ্যেই অর্থাৎ ঈদের আগেই তিনি ফিরতে পারবেন বাসায়।