আর্কাইভ
লগইন
হোম
গত দেড় বছরে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে
গত দেড় বছরে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে
দ্য নিউজ ডেস্ক
July 05, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
নুরের ওপর হামলা খুবই ন্যাক্কারজনক, পুরো ঘটনা আমরা তদন্ত করবো: প্রেস সচিব
নুরের ওপর হামলা খুবই ন্যাক্কারজনক, পুরো ঘটনা আমরা তদন্ত করবো: প্রেস সচিব
2 ঘন্টা আগে
গতকাল গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও দলটির নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি এ ঘটনার তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে এই কথা জানান শফিকুল আলম। তিনি বলেন, আমি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। ডাক্তাররা জানিয়েছেন, নুরের নাক ও চোখের কাছে আঘাত লেগেছে, ইন্টার্নাল ব্লিডিং হচ্ছে এবং তিনি সেমি-কনশাস অবস্থায় আছেন। চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেবেন পরবর্তী পর্যবেক্ষণের জন্য। পাশাপাশি কিছু টেস্টও করবেন। শফিকুল আলম আরও বলেন, নুরের ওপর হামলা খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। আমরা এটার নিন্দা জানাই। এই পুরো ঘটনা আমরা তদন্ত করব।
গতকালের কাকরাইলের ঘটনা নিয়ে আইএসপিআরের বিবৃতি
গতকালের কাকরাইলের ঘটনা নিয়ে আইএসপিআরের বিবৃতি
3 ঘন্টা আগে
রাজধানীর কাকরাইলে দুইটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি নিয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। গতকালে শুক্রবার রাতে গণমাধ্যমে এই সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, আজ (শুক্রবার) রাত আনুমানিক ৮টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে একপর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন।
ফিলিস্তিনের পদকজয়ী অ্যাথলেটকে হত্যা করলো ইসরাইল
ফিলিস্তিনের পদকজয়ী অ্যাথলেটকে হত্যা করলো ইসরাইল
1 দিন আগে
ফিলিস্তিনের দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি আন্তর্জাতিক দৌড়বিদ আল্লাম আল-আমুর। গতকাল বুধবার (২৭ আগস্ট) তিনি ত্রাণ আনার চেষ্টা করছিলেন। সেই সময়ে সেনারা গুলি চালালে প্রাণ হারান তিনি। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলুর খবরে এমন তথ্য জানা গেছে। আল-আমুরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ‘আমেরিকান ত্রাণকেন্দ্র নামে পরিচিত স্থানের কাছে সেনাদের গুলিতে তিনি শহীদ হন।’ মাত্র দুই বছর আগে বড় সাফল্য পান এই তরুণ দৌড়বিদ। ২০২৩ সালের মার্চে কাতারের দোহায় অনুষ্ঠিত ওয়েস্ট এশিয়া ক্লাবস অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৩ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ জেতেন আল-আমুর। সেই টুর্নামেন্টে ১২টি দেশ থেকে ২৫০ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন। প্রথম আসরেই পদক এনে আলোচনায় আসেন এই প্রতিশ্রুতিশীল অ্যাথলেট।