'আমাদের স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে দিন'
যুক্তরাষ্ট্রের আইকন স্ট্যাচু অব লিবার্টি। এই মূর্তি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক। ফ্রান্সের তরফে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল এই মূর্তি। এবার সেই স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে নেওয়ার দাবি করলেন ফরাসি ইউরো-ডেপুটি রাফায়েল গ্লুকসম্যান। ফরাসি সংবাদমাধ্যম লে মন্ডে -এর প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রাজনৈতিক দল প্লেস পাব্লিক -এর এক সম্মেলনে দেওয়া ভাষণে গ্লুকসম্যান এ দাবি তোলেন।