আর্কাইভ
লগইন
হোম
শবনম বুবলী
তৌসিফ-বুবলী আসছেন ঈদের ‘ইত্যাদি’তে
জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র প্রতিটি বিষয়েই খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ, সমাজের অসঙ্গতির বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ বিদ্রূপের কষাঘাত। আর সেটা গান, অভিনয়, নৃত্য- সব কিছুতেই ফুটিয়ে তোলা হয়। ঈদ ইত্যাদি-তে পরিবেশিত দলীয় সংগীতও তেমনি জমজমাট একটি পর্ব। সমকালীন ও বক্তব্যধর্মী এবারের দলীয় সংগীতের বিষয় দেখার চোখ ও বিবেকের চোখ নিয়ে। আমাদের সংস্কৃতি আমাদের শিকড়, অথচ এখন অনেক কিছুই শিকড় থেকে সরিয়ে বিকৃতি স্বীকৃতি পাচ্ছে। এসব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। এই পর্বে অংশগ্রহণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী।
2025-03-26