আর্কাইভ
লগইন
হোম
লিওনেল মেসি
২ বার ক্রসবারে বল, গোল হয়নি মেসির, পয়েন্ট হারাল মায়ামি
শিকাগো ফায়ার এফসির মাঠে বেশ কিছু সুযোগ তৈরি করেছে ইন্টার মায়ামি। বলও জালে পাঠিয়েছে দলের ফরোয়ার্ড লুইস সুয়ারেস। তবে অফসাইডে সেটি বাতিল হয়ে যায়। এছাড়া মেসির ২টি ফ্রি কিক ক্রসবারে লেগে ফেরত আসে। শেষপর্যন্ত আর জিততে পারেনি মেসিরা। মেজর লিগ সকারের ম্যাচে শিকাগোর বিপক্ষে গোলশূন্য ড্র করে মায়ামি। ৭ ম্যাচে এ নিয়ে ৪ জয় ও ৩ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান তাদের। এক ম্যাচ বেশি খেলা কলম্বাস ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ও তিনে চার্লট ও সিনসিন্নাটি।
4 দিন আগে