আর্কাইভ
লগইন
হোম
যুদ্ধবিরতি
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা ৫০,৪০০ ছাড়িয়ে গেছে। গত ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করে। এরপর থেকে ১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (০১ এপ্রিল) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এই তথ্য জানায়।
2 দিন আগে
‘এ তো কেবল শুরু’ : হামাসকে নেতানিয়াহু
‘এ তো কেবল শুরু’ : হামাসকে নেতানিয়াহু
2025-03-19
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন গাজায় হামাসের বিরুদ্ধে আবারও পুরো শক্তি নিয়ে সামরিক অভিযান শুরু করেছে তার দেশ।   এক হুঁশিয়ারি মূলক ভিডিও বার্তায় তিনি বলেন, আলোচনা চলবে শুধু লড়াইয়ের মাঝখানে এবং স্পষ্ট করে দেন, এ তো কেবল শুরু। এমন সময় এই বক্তব্য এল, যখন ইসরাইলি বিমানবাহিনী গাজায় ব্যাপক হারে বিমান হামলা চালিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বলছে, হামাসের বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুর উপরই ছিল এসব হামলা।   হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে আরও অনেক মানুষ।
হামাসের প্রস্তাব- মার্কিন জিম্মিকে মুক্তির, ইসরাইলের প্রত্যাখান
হামাসের প্রস্তাব- মার্কিন জিম্মিকে মুক্তির, ইসরাইলের প্রত্যাখান
2025-03-15
গাজায় যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে আলোচনা শুরু হলে আমেরিকান-ইসরাইলি দ্বৈত নাগরিককে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। তবে প্রস্তাবটি প্রত্যাখান করেছে ইসরাইল কর্তৃপক্ষ। শুক্রবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।  হামাস জানায়, তারা নিউ জার্সির বাসিন্দা ২১ বছর বয়সি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। এডান আলেকজান্ডার ইসরাইলি সেনবাহিনীর একজন সৈনিক।  তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাবকে ‘কারচুপি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে অভিহিত করেছে।