ঈদের পর মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
শুধুমাত্র ঈদুল ফিতরের দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (০১ এপ্রিল) থেকেই চলতে শুরু করেছে মেট্রোরেল। পাশাপাশি সারাদেশে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলোও চলতে শুরু করেছে।
আজ মঙ্গলবার (০১ এপ্রিল) মেট্রোরেল যথারীতি নিয়মমাফিক চলাচল শুরু করেছে। দিনের প্রথম ট্রিপ হিসেবে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। অপরদিকে, মতিঝিল থেকে প্রথম ট্রেন সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। যদিও এ সময় স্টেশনগুলো যাত্রীর উপস্থিতি খুবই কম লক্ষ্য করা গেছে।