ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ বাড়লেও শূন্যে নামিয়ে আনবো: বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশি পণ্য পরিবহন খরচ ২ হাজার কোটি টাকা বেড়েছে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে। তবে আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি তাতে এ খরচ শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে বলে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে 'মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপ: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয়' শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।