শুটিংকালে আহত বরুণ ধাওয়ান
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান শুটিংয়ের সময় আহত হয়েছেন। বরুণ নিজেই ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই খবর জানিয়েছেন।
২২ মার্চ (শনিবার) থেকে ভারতের উত্তরাখন্ডের হৃষিকেশে নতুন সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। শুটিং শুরুর পঞ্চম দিনে জানা গেল, বরুণের আহত হওয়ার খবর। ইনস্টাগ্রামে বরুণের পোস্টের নিচে তার অনেক ভক্ত চোটের বিস্তারিত জানতে চেয়েছেন। কেউ আবার তার দ্রুত সেরে ওঠার জন্য প্রার্থনা করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই বলিউড অভিনেতা।