আর্কাইভ
লগইন
হোম
ফ্রান্স
দক্ষিণ কোরিয়া স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করলো
স্কুলে স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহারে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ কোরিয়া। আইন আকারে এমন সিদ্ধান্ত নেওয়া দেশগুলোর মধ্যে এটি অন্যতম। গতকাল বুধবার জাতীয় পরিষদে বিলটি পাশ হয় ১৬৩ জন সংসদ সদস্যের মধ্যে ১১৫ জনের সমর্থনে। আইনটি কার্যকর হবে ২০২৬ সালের মার্চ থেকে। গতকাল বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টিআরটি গ্লোবাল। সাম্প্রতিক বছরগুলোতে শিশু-কিশোরদের মধ্যে স্মার্টফোন আসক্তি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বেড়েছে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ব্যবহার শিক্ষার মান, মানসিক স্বাস্থ্য ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। এর পূর্বে ফ্রান্স ও ফিনল্যান্ড আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, মূলত কম বয়সী শিক্ষার্থীদের লক্ষ্য করে। ইতালি, নেদারল্যান্ডস ও চীন তুলনামূলকভাবে কঠোর বিধিনিষেধ চালু করেছে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে স্কুলের সব স্তরে ফোন ব্যবহার নিষিদ্ধ। নেদারল্যান্ডসে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, স্কুলে ফোন নিষিদ্ধের পর শিক্ষার্থীদের মনোযোগ বেড়েছে।
1 দিন আগে
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলনের তারিখ ঘোষণা
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলনের তারিখ ঘোষণা
2025-07-12
ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ও ২৯ জুলাই শুরু হবে এই সম্মেলন। গতকাল শুক্রবার (১১ জুলাই) আরব নিউজকে কূটনীতিকরা নিশ্চিত করেছেন, ‘দুই রাষ্ট্র সমাধান মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২৮ ও ২৯ জুলাই পুনরায় শুরু হবে; বিস্তারিত শীঘ্রই জানানো হবে। ’ গত মাসের ১৭-২০ তারিখের জন্য নির্ধারিত এই সম্মেলনটি, যা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য উচ্চ-স্তরের আন্তর্জাতিক সম্মেলন নামে পরিচিত ছিল তা গত ১৩ জুন ইরান ও ইসরাইলের সংঘাতের কারণে স্থগিত করা হয়।
ফ্রান্সে বাংলাদেশি মসজিদ ও ইসলামি সেন্টারের পুরস্কার বিতরণ
ফ্রান্সে বাংলাদেশি মসজিদ ও ইসলামি সেন্টারের পুরস্কার বিতরণ
2025-07-08
ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের আয়োজনে মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ০৬ জুলাই (রোববার) প্রতিষ্ঠানের হল রুমে এই অভিভাবক সমাবেশ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলা হয়, ইউরোপের উন্নত দেশের মধ্যে ফ্রান্স অন্যতম। এদেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও দেশের আইনের সাথে সমন্বয় রেখে শিশুদেরকে ধর্মীয় মূল্যবোধ শিখানোর অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার। এখানে মক্তব, হিফজ বিভাগ ও নৈতিকতা শিখানোর সুব্যবস্থা রয়েছ।