দেশে ফিরেই হামজার ভারতকে হারানোর ঘোষণা
সোমবার (১৬ মার্চ) পৌনে ১২ টায় দেশের মাটিতে পা রাখেন হামজা। জানা যায়, বাংলাদেশ সময় রাত ২টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে রওনা হন। বিমানবন্দরে হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে আগে থেকেই উপস্থিত ছিল বাফুফের ৭ জন নির্বাহী সদস্য। যারা হামজাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।
এসময় বিমানবন্দরে ভিড় করেন সাংবাদিকেরা। এখান থেকে হবিগঞ্জের স্নানঘাটে যাবেন হামজা। দেশের মাটিতে পা রেখে তাৎক্ষণিক এক বক্তব্যে হামজা বলেন, ‘দারুণ লাগছে। আমার হৃদয় পূর্ণ। লম্বা সময় পর ফিরেছি।’