পাকিস্তানে আন্তর্জাতিক নারী দিবসকে জাতীয় ছুটি হিসেবে স্বীকৃতির দাবি উঠলো
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে পাকিস্তানে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সরকারকে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে পাকিস্তানে জাতীয় ছুটি হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তানের নারীরা। ডন খবর মোতাবেক, সংবাদ সম্মেলনে ফারজানা বারী, হুদা বুরঘারী, নিশাত মরিয়ম, জয়নব জামিল এবং জিয়া জাগ্গিসহ বিশিষ্ট সমাজকর্মীরা দেশের মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং পরিবেশগত সমস্যা সমাধানের লক্ষ্যে একাধিক জরুরি দাবি তুলে সরব হয়েছেন।