দক্ষিণাঞ্চলের এক নিসর্গভূমি ’নিদ্রা সমুদ্র সৈকত’
দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুণার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত নিদ্রা সমুদ্র সৈকত। যা স্থানীয়ভাবে 'নিদ্রারচর' নামেও পরিচিত।
এটি বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন স্থান হিসেবে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সৈকতটি একদিকে সাগর, অন্যদিকে নদী এবং মাঝখানে কেওড়া ও ঝাউবনে ঘেরা সবুজ পরিবেশের সমন্বয়ে গঠিত। এখানে জোয়ার-ভাটার খেলা, সবুজ ঘাসের বিস্তীর্ণ প্রান্তর এবং শ্বাসমূলের সমারোহ পর্যটকদের মুগ্ধ করে।