আর্কাইভ
লগইন
হোম
নাটক
বাঙালি সাজে ইউরোপের স্কাদার লেকে তাসনিয়া ফারিণ
শুটিং বা কাজের ফাঁকে সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরছেন তিনি। এবার লাল শাড়িতে বাঙালি সাজে এই অভিনেত্রী দেখা গেল বিখ্যাত স্কাদার লেকে। দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনেগ্রো ও আলবেনিয়া সীমান্তের এই লেক থেকে ৬টি ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেন ফারিণ। এসময় অভিনেত্রীকে লাল শাড়ি পরে নৌকায় ঘুরতে দেখা যায়। ছবিগুলোর ক্যাপশনে ফারিণ লেখেন, ‘দূরের আকাশ আর আমি তুমি’। এর সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি। এই পোস্টের মন্তব্যের ঘরে ফারিণের সৌন্দর্যের প্রশংসা করেছেন ভক্তরা। একজন লেখেন, ‘শাড়িতে বেশ সুন্দর লাগছে। ’ আরেকজনের মন্তব্য এমন, ‘প্রিয় অভিনেত্রীকে অসাধারণ লাগছে।’
2025-08-17
‘লিচুর বাগানে’কে টপকিয়ে শীর্ষে জোভানের ‘আশিকি’
‘লিচুর বাগানে’কে টপকিয়ে শীর্ষে জোভানের ‘আশিকি’
2025-06-12
পবিত্র ঈদুল আজহার পূর্বে থেকেই আলোচনায় ছিল শাকিব খান ও সাবিলা নূরের ‘তাণ্ডব’ সিনেমার গান ‘লিচুর বাগানে’। তবে ঈদের শুরুতেই দৃশ্যপট পাল্টে দেয় ফারহান আহমেদ জোভানের অভিনীত নাটক ‘আশিকি’। ইউটিউবে দর্শকপ্রিয়তায় নাটকটি এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে এবং অনেকটাই ছাপিয়ে গেছে ‘লিচুর বাগানে’ গানটিকে। ঈদের দ্বিতীয় দিন, ৮ জুন রাতে সিএমভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘আশিকি’। মাত্র কয়েক দিনের ব্যবধানে নাটকটি ইউটিউবে ৬৬ লাখেরও বেশি ভিউ অর্জন করেছে। বিপরীতে, বহু আলোচিত ‘লিচুর বাগানে’ এখনো ১৭ লাখ ভিউ পার করতে পারেনি। ভিউ এবং জনপ্রিয়তার এই ব্যবধান এখন আলোচনার কেন্দ্রে।