ঘামের দুর্গন্ধ থেকে বাঁচার সহজ ৫ উপায়
বৈশাখ মাস এখনো শুরু হয়নি। তার আগেই গরমে হাঁসফাঁস অবস্থা সবার। গরমে ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে পারফিউম থেকে সুগন্ধি সাবান, সবকিছুই ব্যবহার করেন সকলে কিন্তু তাও মুক্তি পাওয়া যায় না। এই ৫টি ঘরোয়া টিপস মেনে চললে অচিরেই মুক্তি পাওয়া যাবে ঘামের দুর্গন্ধ থেকে।