আর্কাইভ
লগইন
হোম
তারেক রহমান
লন্ডনে তারেক রহমানের সঙ্গে ড. খন্দকার মোশাররফের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে সৌজন্য সাক্ষাৎ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সময় গত সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
3 দিন আগে
ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে: হাসনাত আবদুল্লাহ
ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে: হাসনাত আবদুল্লাহ
2025-07-26
ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি ওঠে এসেছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপি কোনো চাঁদাবাজের, টেন্ডারবাজের দল নয়। এনসিপি সংকট থেকে ওঠে এসেছে। সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে। তিনি সিলেটে এনসিপিকে শক্তিশালী করার আহ্বান জানান । গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এনসিপির জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা’কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেটে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
খালেদা জিয়ার নির্দেশ: নেতাকর্মীদের আহতদের পাশে দাঁড়াতে
খালেদা জিয়ার নির্দেশ: নেতাকর্মীদের আহতদের পাশে দাঁড়াতে
2025-07-22
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। গতকাল সোমবার (২১ জুলাই) ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে তিনি বেদনাদায়ক ও হৃদয়বিদারক বলে আখ্যা দেন। বিএনপি‘র মিডিয়া সেলের তথ্যমতে, দলটির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিহত ও আহতদের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য রক্তদানের আহ্বানও জানিয়েছেন তারা।
সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেওয়া: রুহুল কবির রিজভী
সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেওয়া: রুহুল কবির রিজভী
2025-07-16
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে অনেক সংকট থাকার পরও ড. ইউনূস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি। কেননা শেখ হাসিনার মতো পদ্মা সেতু, মেট্রোরেলের, ফ্লাইওভারের নামে দেশের বাইরে টাকা পাচার করবে না। এই সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে রোজার আগে নির্বাচন দেওয়া। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমরা বিএনপি পরিবার সংগঠনের আয়োজনে জুলাই-আগস্ট আন্দোলনে জেলার ১০ শহীদ পরিবারে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমরা ১৬ বছর লড়াই করেছি। আইনের শাসন ব্যবস্থা, ন্যায়বিচার ও একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। ১৬ বছর ভোটাররা ভোট দিতে পারেনি; কিন্তু এই নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন?