হামজা কেন্দ্রিক জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ
বাংলাদেশ দলের জার্সি পরার আগেই ঝাঁকড়া চুলের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী যেন জাতীয় দলের সমার্থক হয়ে উঠেছেন। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ মার্চ) এএফসি বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। ভারতের শিলংয়ের একটি পাঁচ তারকা হোটেলে সোমবার (২৪ মার্চ) আয়োজিত ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে ঘুরে-ফিরে আলোচনায় সেই হামজা চৌধুরীই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কোচ হাভিয়ের কাবরেরা এবং অধিনায়ক জামাল ভূঁইয়া।