হঠাৎ করেই বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠেছে: নিউইয়র্ক টাইমস
গতবছর আগস্টে গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপরে থেকে বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার উত্থানের আলামত তুলে ধরেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।
গত সোমবার (৩১ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে ইসলামী চরমপন্থীরা দৃশ্যপটে আসতে শুরু করেছে। সেখানে তুলে ধরা হয় নারী ফুটবলে বাধা, নারীকে হেনস্তা করা, ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার মতো বিভিন্ন ঘটনা।