ইসরায়েল ধ্বংস করলো গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল
গাজার একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল ধ্বংস করে দিয়েছে ইসরায়েল বাহিনী। ক্যান্সার রোগীদের জন্য গাজার একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র ছিল এটি।
তুরস্কের সরকারি উন্নয়ন সংস্থা টিআইকেএ-এর অর্থায়নে নির্মিত হয়েছিল হাসপাতালটি। বিগত ২০১১ সালে শুরু হওয়া নির্মাণকাজ শেষ হয় ২০১৭ সালে। প্রায় ৭ কোটি ডলার ব্যয়ে নির্মিত হাসপাতালটি গাজার সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে বিবেচিত হতো, যার মোট অভ্যন্তরীণ আয়তন ছিল ৩৩ হাজার ৪০০ বর্গমিটার। এই হাসপাতাল বছরে ৩০ হাজার ক্যান্সার রোগীকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রাখত।
২০২৩ সালের ৩০ অক্টোবর, হাসপাতালের ৩য় তলায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছিল। এরপরে জ্বালানি সংকটে গতবছর ১ নভেম্বর হাসপাতালটি বন্ধ হয়ে যায়। তখন জাতিসংঘ জানিয়েছিল, হাসপাতালে ভর্তিরত অন্তত: ৭০ জন রোগীর জীবন ঝুঁকিতে রয়েছে। পরে জানা যায়, চিকিৎসার অভাবে অন্তত: ৪ জন রোগী মারা গিয়েছিল।