আমিরের ৬০ বছরে ৩য় বিয়ের গুঞ্জন, কেঁদে বুক ভাসাচ্ছেন আমিরকন্যা
সম্প্রতি বলিউড সুপারস্টার আমির খান ৬০তম জন্মদিন পালন করলেন। আড়ম্বরপূর্ণভাবেই অভিনেতার জন্মদিন পালিত হয়েছে। জন্মদিনেই নতুন প্রেমের কথা সামনে আনলেন আমির। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে বলিপাড়ায়। ২০২১ সালে ২য় বারের মতো বিাবহ-বিচ্ছেদের পথে হাঁটেন আমির খান। তবে পরপর দুই সংসার ভাঙলেও পরেও স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে এই বর্ষিয়ান নায়কের।