ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ‘দাগি’র বিশেষ প্রদর্শনীতে
ফিলিস্তিনে ইসরাইলের চালানো গণহত্যার প্রতিবাদ জানালো দেশের শিল্পী সমাজের একাংশ। গত ০৭ এপ্রিল (সোমবার) রাতে রাজধানীর একটি আধুনিক প্রেক্ষাগৃহে ছিল ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনী। আয়োজনে উপস্থিত অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক এবং সাংবাদিকরা এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মৌন প্রতিবাদে অংশ নেন। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ০৭ এপ্রিল (সোমবার) সারাবিশ্বে ডাকা হয় ‘গ্লোবাল স্ট্রাইক’। এতে সমর্থন জানান বাংলদেশের সাধারণ মানুষ। পূর্ব পরিকল্পিত হওয়ায় একইদিনে অনুষ্ঠিত হয় ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনী। তবে শিল্পী ও সাংবাদিক সমাজের একাংশ সেই প্রতিবাদকে সমর্থন করতে ভোলেননি। আয়োজনেই গণহত্যার প্রতিবাদ জানিয়ে অংশ নিয়েছেন বিশেষ প্রদর্শনীতে।