আগে দল হিসেবে আ.লীগের বিচার করতে হবে: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগ এখনো কোথাও অপরাধের জন্য অনুশোচনাবোধ করেছে? গণহত্যা যে চালিয়েছে, তার অপরাধই স্বীকার করেনি। আওয়ামী লীগকে দল হিসেবে আগে বিচার করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে। তারপর অন্য কোনো আলোচনা হলে হতে পারে।
গতকাল শুক্রবার রাত ৮টায় রাজধানীর রূপায়ণ টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।