আর্কাইভ
লগইন
হোম
আইসিসি
টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল বাংলাদেশে
নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দলটি আজ বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকায় অবতরণের পরই দুপুরে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। পুরো সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, এই সিরিজ আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ নয়। তবে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতির সুযোগ হিসেবেই এটি আয়োজন করা হয়েছে। ফলে বড় টুর্নামেন্টের আগে এই সিরিজ টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ অনুশীলনের সুযোগ এনে দেবে।
2 দিন আগে
যুক্তরাষ্ট্রকে অলিম্পিকের জন্য ৩ মাস সময় দিল আইসিসি
যুক্তরাষ্ট্রকে অলিম্পিকের জন্য ৩ মাস সময় দিল আইসিসি
2025-07-20
নানা ধরনের সমস্যায় জর্জরিত যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) আপাতত কিছুটা স্বস্তি পেয়েছে। আইসিসির বোর্ড বৈঠকে তাদেরকে আরও তিন মাস সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে শৃঙ্খলা ও সুশাসনের ঘাটতি পূরণ করতে পারলে, তারা ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য দল নির্বাচন করার অধিকার পেতে পারে। গত এক বছর ধরে আইসিসির নজরদারিতে থাকা ইউএসএসি, যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির (USOPC) সঙ্গেও বিরোধে জড়িয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রে পরিদর্শনে গিয়েছিল আইসিসি’র নিয়োজিত নরমালাইজেশন কমিটি, কিন্তু তারা ইউএসএসি-র অগ্রগতিতে সন্তুষ্ট হয়নি।
দেশে আম্পায়ারদের প্রশিক্ষণে সাইমন টফেলকে আনছে বিসিবি
দেশে আম্পায়ারদের প্রশিক্ষণে সাইমন টফেলকে আনছে বিসিবি
2025-07-01
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেট কাঠামোতে বড় কিছু পরিবর্তনের পথে হাঁটছে। গতকাল সোমবার (৩০ জুন) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৯তম বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা। আইসিসি’র সাবেক বর্ষসেরা ও এলিট প্যানেলের অভিজ্ঞ আম্পায়ার সাইমন টফেলকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। তার সঙ্গে ৩ বছরের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিসিবি সভাপতি বলেন, “আমরা সাইমন টফেলের সঙ্গে প্রায় চুক্তিবদ্ধ। তিনি ও তার দল আমাদের আম্পায়ারদের প্রশিক্ষণ দেবেন, দীর্ঘমেয়াদে আম্পায়ারিং মান বাড়াতে এটা বড় এক পদক্ষেপ।”