‘প্রেমের প্রস্তাবটা জামিলের তরফ থেকেই আসে’: মুনমুন
অনেকদিন ধরে চুপিসারে প্রেম করার পর ঈদের ছুটির শেষে গত ৬ এপ্রিল (রোববার) দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। সম্প্রতি ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচনে ভোট দিতে এসে প্রেম এবং বিয়ে নিয়ে মুখ খোলেন এই তারকাজুটি।
এ সময় জামিল বলেন, আমাদের শিল্পীদের জন্য এটা একটা উৎসবের দিন হয়ে থাকে সবসময়। তবে, আমার জন্য এবার একটু অন্য রকম যাকে বলা চলে স্পেশাল। কারণ আমি আগে একা আসতাম ভোট দিতে, এবার বউ নিয়ে এসেছি। গতবার তো আমি প্রার্থী ছিলাম। অভিনেত্রী মুনমুন বলেন, আমি ভোটার না, প্রাথমিক সদস্য। আমি শুধু দেখতে এসেছি। সবার জন্য শুভকামনা দিতে এসেছি।