কৃষ্ণাকে রেখেই ভুটানে গেলো সানজিদারা
চার ফুটবলার ভুটানের লিগে খেলতে আগেই দেশ ছেড়েছিলেন। আজ আরও ৫ ফুটবলার ভুটানের পথে রওয়ানা হয়েছেন। তাদের সঙ্গে কৃষ্ণা রানীরও যাওয়ার কথা ছিল। কিন্তু তার ক্লাব এখনো তার ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারেনি। ফলে তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল ভুটান যাওয়ার কথা রয়েছে কৃষ্ণার। আজ ভুটান গেছেন সানজিদা আক্তার, রুপ্না চাকমা, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র।