আর্কাইভ
লগইন
হোম
অ্যাওয়ার্ড শো
যুক্তরাষ্ট্রে কি স্থায়ী হবেন পারসা ইভানা?
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ৭ মাস কাটিয়ে থেকে দেশে ফিরেছেন এই সময়ের অভিনেত্রী পারসা ইভানা। এসেই ব্যস্ত হয়ে পড়েছেন কাজে। অ্যাওয়ার্ড শো এবং নৃত্য প্রতিযোগীতার বিচারকের আসনে দেখা গেছে তাকে। এসব অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছে তাকে। যেখানে তাকে প্রশ্ন করা হয়- যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে এতদিন সেখানে থেকেছেন কিনা? জবাবে ইভানা অবশ্য স্পষ্ট জানিয়েছেন, তার এই মুহূর্তে দেশ ছাড়ার কোন ইচ্ছে নেই। তিনি বলেন, আমার মা থাকেন নিউইয়র্কে। তাকে দেখতে ও তার সঙ্গে কিছুটা সময় কাটাতে আমি প্রায় প্রতি বছরই যুক্তরাষ্ট্রে যাই। এবার একটু বেশি সময় থেকেছি, তবে তার কারণও আছে। নিজেকে আমি আরেকটু পরিপক্ক তুলতে চাইছিলাম। মনে হয়েছিল, নাচ যেমন ছোটবেলা থেকে গুরু ধরে শিখেছি, তেমনি অভিনয়টাও শেখা দরকার। সেই জন্য যুক্তরাষ্ট্রকে ভালো অপশন মনে হলো।
14 ঘন্টা আগে