'দীপিকাই তো আমার সাবেক প্রেমিকা’: শাহরুখ খান
বিনোদন দুনিয়ায় বলিউড বাদশা শাহরুখ খান কয়েক দশক ধরে বলিউডে সাম্রাজে রাজত্ব করে চলেছেন। এখনো তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে সিনেমাপ্রেমীদের উপচেপড়া ভিড় যাকে বলে হাউজফুল। পর্দায় সব সময় তার উপস্থিতি ভিন্নরূপে। যা দর্শকদের মন অনায়াসেই জয় করে নেন তিনি। কখনো মুখ ঢেকে যোদ্ধার বেশে, কখনো দাঁড়ি-চুলে এক অচেনা বেশে, আবার কখনো রাজার মতো হাজির হন বলিউড বাদশাহ। তাই এবার তিনি ফিরছেন এমন এক চরিত্রে, যাকে ঘিরে জড়িয়ে যাচ্ছে পারিবারিক আবেগ, প্রেম, অতীত আর ভবিষ্যৎ, সব মিলিয়ে যেন এক আধুনিক কাহিনি।