৯০ সেকেন্ডের ভিডিও স্ট্যাটাস দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে
যুগটা এখন এমন হয়ে গেছে যে, সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমাতে যাবার আগে হোয়াটসঅ্যাপ চেক করা লাগবেই লাগবে চাই। মাঝের সময়েও মেসেজিং অ্যাপটাতে বাড়তি নজর। ছবি, ভিডিও বা কোনো ডকুমেন্টস পাঠাতে অ্যাপটি অন্যতম ভরসার জায়গা। ব্যবহারকারিদের কথা মাথায় রেখে নতুন নতুন ফিচারও নিয়ে আছে হোয়াটসঅ্যাপ।
যোগাযোগমাধ্যমের অন্যতম জনপ্রিয় অ্যাপটি স্টোরিতে ভিডিওর টাইম বাড়াতে যাচ্ছে। অ্যান্ড্রয়েডের জন্য বিটা ভার্সনের ব্যবহারকারীরা তাঁদের স্ট্যাটাস আপডেটে ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ক্লিপ শেয়ার করতে পারবেন। পূর্বে যেটার পরিথি ছিল মাত্র ৬০ সেকেন্ড।