এখনকার ফুটবলাররা ক্লাবের জন্য খেলে, দেশের জন্য নয়: রোমারিও
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও বর্তমান ব্রাজিল জাতীয় দলের সমালোচনা করে বললেন, তাদের মধ্যে জয়ের ক্ষুধা আগের মতো নেই। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমাদের প্রজন্মের জয়ের ক্ষুধা ছিল আরও বেশি। তারা যদি বুঝতে পারে, জয়ের জন্য এই ক্ষুধা কতটা জরুরি, তাহলে হয়তো তারা আবার জিতবে।"