জিয়াউলের ফ্ল্যাট ও বাড়িসহ শতবিঘা জমি জব্দের আদেশ
চাকরীচ্যুত সেনাকর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের নামে থাকা ৩টি ফ্ল্যাট ও ৫টি বাড়িসহ শতবিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। একইসঙ্গে আদালত তার ৯টি ব্যাংক হিসাবের ১ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা অবরুদ্ধের আদেশ দেন।