আজ নামছে লাহোর কালান্দার্স, জ্বলে উঠবেন তো রিশাদ হোসেন
টাইগার স্পিনার রিশাদ হোসেন টানা দুটি ম্যাচে স্পিনঘূর্ণি দেখিয়েছিলেন। লাহোর কালান্দার্সও জিতেছিল। পেশোয়ার জালমির বিপক্ষে সবশেষ দুটি ম্যাচে ব্যর্থ হয়েছিলেন টাইগার স্পিনার। তার দলও হেরেছে। আজ শনিবার (২৬ এপ্রিল) রাতে আরেকটি লড়াই। গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে লড়বে রিশাদদের দল।