আর্কাইভ
লগইন
হোম
সামাজিক মাধ্যম
নতুনরূপে ভক্তদের মাঝে মোহনীয় হয়ে উঠছেন জয়া
দুই বাংলার বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশের গণ্ডি পেরিয়ে টালিউডেও সমানতালে কাজ করে চলেছেন। এমনকি বলিউডেও কাজ করছেন তিনি। অভিনেত্রী অভিনয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন, ঠিক তেমনি ফ্যাশন সেন্স ও গ্ল্যামারেও তিনি অনন্য। জয়া আহসান অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে সামাজিকমাধ্যমে ফ্যাশন-গ্ল্যামারেও ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন। আর তাকে নিয়ে নেটিজেনদের মাঝেও আলোচনার গুঞ্জন ওঠে। বরাবরের মতো এবারও তার ব্যতিক্রম নয়, নতুন ফ্যাশন আর গ্ল্যামারের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে হাজির হলেন অভিনেত্রী।
1 দিন আগে
ফুটবলার ঋতুপর্ণার গ্রামে বাড়ি তৈরি করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ফুটবলার ঋতুপর্ণার গ্রামে বাড়ি তৈরি করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
2025-08-10
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি তৈরি করে দেবে। গতকাল শনিবার (০৯ আগস্ট) বিসিবির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। দুইবারের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণার রাঙামাটির বাড়িটি অতি সাধারণ। বাঁশের বেড়া দিয়ে তৈরি এই বাড়ি নিয়ে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমেও বেশ চর্চা হয়েছে। সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাড়ি করার জন্য জমি পেয়েছিলেন এই ফুটবলার। তবে সেখানে এখনো বাড়ি নির্মাণ করতে পারেননি তিনি। বিষয়টি নিয়ে গত বছর সামাজিক মাধ্যমে আক্ষেপ করেছিলেন এই কৃতি ফুটবলার।
বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি অহন-অনীত!
বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি অহন-অনীত!
2025-08-09
সচরাচর সিনেমা হিট হলেই সেই জুটিদের নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায়। সে ঐশ্বরিয়া-অভিষেক, শহীদ-কারিনা হোক কিংবা রণবীর-দীপিকা থেকে সিদ্ধার্থ-কিয়ারা অনস্ক্রিনের রোমান্স সময়ের ফাঁক গলে কখন অফস্ক্রিনে ফুটে উঠবে, সেটা বলা দায়। তাই এবার বলিউড পাড়ায় খবর, শুধু পর্দায় নয় আলোচিত ‘সাইয়ারা’ জুটির প্রেম নাকি ‘বাস্তব জীবন’-এও জমে ক্ষীর! একটি ভিডিওর মাধ্যমে এই গুঞ্জনের শুরু। কী এমন ছিল সেই ভিডিওতে? দেখা গেছে, পর্দার প্রেমিক অহন পাণ্ডের মায়ের সঙ্গে শপিং মলের এক বুটিকে নায়িকা অনীত পাড্ডা। সেখানে অবশ্য মধ্যমণি অহনও উপস্থিত ছিল। তাদের একসঙ্গে সেই বুটিক থেকে বেরতে দেখা যায়। তবে সেই ভিডিওর একটি দৃশ্য নিয়েই আলোচনা চলছে। দেখা যায়, অহন তার অনস্ক্রিন নায়িকা অনীতের হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নিয়ে সোজা অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত নজর এড়ায়নি। অহন-অনীতের এই ‘লাজুক’ সমীকরণ কিংবা ‘প্রেম-প্রেম ভাব’ নজর এড়ায়নি অনুরাগীদের। পাশাপাশি বলিপাড়ায় গুঞ্জন, ‘সাইয়ারা’ জুটি নাকি বর্তমানে একে-অপরকে চোখে হারাচ্ছেন।