শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে চবি’র মেইন গেটে তালা
সিএনজি চালকের সঙ্গে বাকবিতন্ডার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মূল ফটকে তালা দেন শিক্ষার্থীরা। তারা আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে ৯টার দিকে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেন।