নাটোরে মালখানা থেকে চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার
নাটোর আদালতের মালখানা থেকে চুরি হওয়া নগদ ৬১ লাখ ৫৯ হাজার ৩০০ টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকার এবং ৫৮ ভরি রুপা উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সময় দায়িত্বে থাকা কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক ও কনস্টেবল মো. আশরাফুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হককে প্রধান করে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।