ও লেভেল এ লেভেল পরীক্ষার ফি পাঠানো সহজ হলো
বিদেশি শিক্ষা কার্যক্রমের আওতায় আয়োজিত ও লেভেল, এ লেভেলসহ বিভিন্ন আন্তর্জাতিক পরীক্ষার ফি এখন থেকে দেশে অনুমোদিত পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে সহজেই বিদেশে পাঠানো যাবে। এই প্রক্রিয়ায় আর বাংলাদেশ ব্যাংকের আলাদা কোনও অনুমোদন নিতে হবে না।
গত সোমবার (২১ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ও লেভেল, এ লেভেল, টোফেল, এসএটি প্রভৃতি স্বীকৃত আন্তর্জাতিক পরীক্ষার জন্য বাংলাদেশে অনুমোদিত কেন্দ্রগুলো সরাসরি পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে বৈধ ব্যাংকিং চ্যানেলে বিদেশে রেমিট্যান্স পাঠাতে পারবে।