আর্কাইভ
লগইন
হোম
ম্যাচ ফিক্সিং
বিতর্কিত সেই ম্যাচ নিয়ে তদন্ত করবে বিসিবি
শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই ক্রিকেটার ইচ্ছে করেই যেন আত্মাহুতি দিয়েছিলেন। ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ওই ম্যাচটি ঘিরে সন্দেহের তীর। সাবেক-বর্তমান ক্রিকেটার থেকে দর্শক-সমর্থক হয়ে দেশি-বিদেশি মিডিয়ায় চলছে সমালোচনা। উদ্বেগের বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে বিসিবি জানায়, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি রাখতে চায় তারা। বোর্ড বলছে, ‘বিসিবির দুর্নীতি দমন ইউনিট এবং লিগের টেকনিক্যাল কমিটি ম্যাচের সঙ্গে জড়িত কথিত অনিয়মের তদন্ত শুরু করেছে। বিসিবি তার এখতিয়ারে থাকা সমস্ত ক্রিকেটীয় কর্মকাণ্ডে ন্যায্যতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তদন্তের বেরিয়ে আসা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
2025-04-10