গাজীপুরে ট্রাক-ট্রেনের সংঘর্ষে ট্রাকমালিক ও চালক নিহত
গাজীপুর মহানগরের দক্ষিণখান এলাকায় রেলক্রসিংয়ে ড্রাম ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ড্রাম ট্রাকের মালিক ও চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জন হলেন- ড্রাম ট্রাকের মালিক ঢাকার উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫০) ও ট্রাকের চালক মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)।