লাইক-কমেন্ট মর্যাদার নির্ধারক হতে পারে না: ঐশ্বরিয়া রাই
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই বচ্চন সম্প্রতি একটি প্রসাধনী ব্র্যান্ডের ‘লেসনস অব ওর্থ’ সিরিজের নতুন ভিডিওতে নানা বিষয়ে কথা বলেছেন। বর্তমান ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের নিত্যসঙ্গী। এখন মানুষের সামাজিক মর্যাদা নির্ধারিত হয় সামাজিক মাধ্যমে— ‘লাইক আর কমেন্ট’ মানুষের আত্মস্বীকৃত আত্মমর্যাদা গড়ে তোলে। তবে এসবের থেকে একেবারেই আলাদা ঐশ্বরিয়া রাই।