লিভারপুলের ঐতিহাসিক শিরোপা জয়
দুর্দান্ত স্টাইলে লিভারপুল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো, ম্যানচেস্টার ইউনাইটেডের ২০টি লিগ শিরোপার রেকর্ডে সমতা এনে। টটেনহ্যাম হটস্পারকে বিধ্বস্ত করে, অ্যানফিল্ডে তারা উদযাপন করল এক আবেগঘন ও গৌরবময় দিন। আর্নে স্লটের দলকে শিরোপা নিশ্চিত করতে দরকার ছিল মাত্র এক পয়েন্ট। যদিও সাবেক লিভারপুল স্ট্রাইকার ডমিনিক সোলাঙ্কে শুরুতেই গোল করে এক মুহূর্তের জন্য নাটকীয়তার ইঙ্গিত দিয়েছিলেন। তবে সেই ধাক্কা লিভারপুলকে আরও উজ্জীবিত করে তোলে।