আবার সংঘর্ষে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ফের সংঘর্ষে জড়িয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় যা বেলা সাড়ে ১১টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। সংঘর্ষের কারণে মিরপুর সড়কের দুইপাশে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষের সূত্রপাত হয় আইডি কার্ড ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে বলে জানা গেছে।