মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ: জাপানি সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর
দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণে জাপানি দুই উন্নয়ন সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর হয়। এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি শুধু একটি অবকাঠামোগত প্রকল্প নয়, বরং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি কৌশলগত বিনিয়োগও বটে।