গুগল ট্রান্সলেট অ্যাপে এআই ফিচার, শেখা যাবে নতুন কোনো ভাষা
গুগল ট্রান্সলেট অ্যাপে যুক্ত হলো নতুন ফিচার। এখন থেকে ট্রান্সলেট অ্যাপ ব্যবহার করে শিখতে পারবেন নতুন কোনো ভাষা। আর এটি সম্ভব হয়েছে- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে। নতুন এই ফিচার গুগল অনুবাদকে ভাষা শিক্ষার জনপ্রিয় অ্যাপ ডুয়োলিংগোর সরাসরি প্রতিযোগী করে তুলছে।
ভাষা শেখার অন্যান্য অ্যাপের তুলনায় গুগল ট্রান্সলেট সম্পূর্ণরূপে এআইয়ের ওপর নির্ভর করে ব্যবহারকারীর জন্য পাঠক্রম তৈরি করেছে। অ্যাপে ভাষা শেখার জন্য প্রথমে ‘প্র্যাকটিস’ বাটনে চাপ দিতে হবে। এরপর ব্যবহারকারীকে ভাষা শিক্ষার স্তর নির্বাচন করতে বলা হবে—বেসিক, ইন্টারমিডিয়েট কিংবা অ্যাডভান্সড। পরবর্তী ধাপে ব্যবহারকারীর ভাষা শেখার উদ্দেশ্য জানতে চাওয়া হবে।