ফ্যাসিবাদ ঠেকাতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সংহতি
ফ্যাসিবাদবিরোধী জুলাই ঐক্যে ফাটলের সুযোগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। এমন বিলম্বিত বোধোদয় থেকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সবকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলো এখন এক কাতারভুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসাবে আগামী শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশ হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের কয়েকজন জানান, রাজনৈতিক কর্মকাণ্ডে দলগুলোর মধ্যে মতবিরোধ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ফ্যাসিবাদ ঠেকানোর প্রশ্নে সবাইকে মনেপ্রাণে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। কেউ কেউ বলেন, নির্বাচনের প্রশ্নে আমরা জনসমর্থন আদায়ের জন্য যে যার দলের নীতি, আদর্শ ও লক্ষ্য অনুযায়ী বক্তব্য দিতে পারি, কিন্তু তা যেন আমাদের মধ্যে চরম বিরোধ সৃষ্টি এবং পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক নষ্ট না করে