সিঙ্গাপুর থেকে এসেই মিরপুরে তামিম, খেলবেন ৩-৪ মাস পর
তখন বেলা ৩টা, হটাৎ একটা সাদা গাড়ি এসে দাঁড়ালো বিসিবি অফিসের সামনে। সেখান থেকে কালো টি-শার্ট গায়ে বের হলেন তামিম ইকবাল। মাঠে তখন লড়ছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এমন ম্যাচে বাসায় আর থাকতে পারেননি তামিম, চলে আসেন মাঠে খেলা দেখতে। এদিনই তার চাচা বিসিবি পরিচালক আকরাম খান জানান, ৩-৪ মাসের মধ্যে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন তামিম।