নারী বিশ্বকাপ বাছাইপর্ব: ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
ম্যাচ জিতলেই যেন বিশ্বকাপ, এমন একটা সমীকরণ নিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল আজ মাঠে নেমেছে পাকিস্তানের বিপক্ষে। তবে এই ম্যাচে ব্যাটিংটা ভালো হলো না দলের। ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলের পুঁজিটা শেষমেশ উঠল মোটে ১৭৮ রানের।
নারী বিশ্বকাপ বাছাইপর্বের শুরু থেকেই রানে ছিলেন ব্যাটাররা। নিয়মিতই ২৫০’র বেশি রান উঠছিল, রেকর্ড হচ্ছিল। তবে শেষদিনে এসে যেন তাল কেটে গেল দলের।