৯০ বিঘা জমি জব্দের আদেশ, এস আলম পরিবারের
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৯০ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব জমির বাজারমূল্য ৩২ কোটি ১০ টাকা। আজ বুধবার (০৮ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের পক্ষে জমি জব্দের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মন্জুর করেন।