উদ্বোধনের জন্য প্রস্তুত মাওলানা হামিদ ভাসানী সেতু (তিস্তা সেতু)
আগামীকাল (বৃহস্পতিবার) উদ্বোধনের জন্য চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বহুল প্রত্যাশিত তিস্তা সেতুর (মাওলানা হামিদ ভাসানী সেতু)। এই সেতু গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর খেয়াঘাটকে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার চিলমারি খেয়াঘাটের সঙ্গে সংযুক্ত করেছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটি উদ্বোধন করবেন বলে গতকাল সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী নিশ্চিত করেছেন।