আর্কাইভ
লগইন
হোম
সানগ্লাস
গরমকালে ভ্রমণে যেসব বিষয়গুলি খেয়াল রাখবেন
ভ্রমণে সময়জ্ঞানে আটকায় না। ছুটি পাওয়া গেছে, শরীরও ঠিকঠাক আছে—প্লান করে দে ছুঁট! কিন্তু গরমের সময় ভ্রমণের ক্ষেত্রে সকলেরই একটু সতর্ক থাকা উচিত। বিশেষ করে মন ভালো করার জন্য ট্যুরে গিয়ে যদি শরীরটা খারাপ করে আসেন, তবে তো মহা মুসিবত। তাই আগে-ভাগে কিছু বিষয় মাথায় রাখা উচিত। দেশে গরমের মাত্রা এখন মোটামুটি চরমে। হিথস্ট্রোক, বমি ভাব, গা গুলানোর মতো সমস্যা ভ্রমণে গিয়েও হতে পারে। ঘুরতে যাওয়ার আগে তাই এমন কিছু বিষয় আছে, যা ভাবা উচিত। যদিও এসব ছোট বিষয় আমরা এড়িয়ে যাই এবং ভ্রমণের সময় গিয়ে মনে হয়—‘ইশ্ এটা কেন সঙ্গে করে আনলাম না।’ এমন আফসোস দূর করার জন্য হলেও কিছু বিষয় মাথায় রেখে বেড়াতে যাওয়া উচিত।
11 ঘন্টা আগে